চার্টার্ড লাইফ ইন্সু্যুরেন্স কোম্পানির মনির হোসেন এজেন্সির বিমা গ্রাহক মোতালেব মিয়া হƒদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। চার্টার্ড লাইফ তার মৃত্যুতে মৃত্যুদাবি বাবদ ১টি পলিসির অনুকূলে মোট ৯৮ হাজার ৭৩০ টাকার চেক গ্রাহকের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে তার মনোনীত পুত্র শাকিল মিয়ার হাতে তুলে দেন। চেক হস্তান্তর করেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. এমদাদ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির পলিসি ওনার সার্ভিস অ্যান্ড ক্ল্যাইমস ডিপার্টমেন্টের প্রধান ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. কামরুজ্জামান এবং কোম্পানির কুমিল্লা সেলসের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তফা কামালসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি
