চার কোটি টাকার জমি কিনবে রানার অটো

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ভালুকা ফ্যাক্টরি প্রাঙ্গনে ৩৫৯ দশমিক ৭২ শতক জমি কিনবে।
আজ বিনিয়োগকারীদের এমন তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)। জানা গেছে, কোম্পানিটির জমি কিনতে রেজিস্ট্রেশন খরচসহ চার কোটি ৩২ লাখ ৯২ হাজার ৭৮৬ টাকা ব্যয় হবে। এই জমি কোম্পানির ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যবহার করা হবে।
কোম্পানিটি আরও জানায়, এই জমির সব খরচ কোম্পানির নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হবে।
শেয়ার বিজ/ এসএটি