নিজস্ব প্রতিবেদক : রেকর্ড ডেটের পর আগামীকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) চালু হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার লেনদেন। এগুলো হলো : বীকন ফার্মা, সিলকো ফার্মা, তুংহাই নিটিং ও ইস্টার্ন ক্যাবলস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ০.৮০ টাকা। এছাড়া শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২১.৮৫ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছিল ২.৪৮ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জানুয়ারি ২০২২ সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
বীকন ফার্মা : ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ। সমাপ্ত অর্থবছরে কোম্পানির ইপিএস হয়েছে ৩.৭৪ টাকা। এছাড়া এনএভিপিএস হয়েছে ২৩.১৮ টাকা এবং এনওসিএফপিএস হয়েছে ০.৮৫ টাকা। কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
ইস্টার্ন ক্যাবলস লিমিটেড : কোম্পানিটি ৩০, জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে চার টাকা ৬৮ পয়সা। এছাড়া এনএভিপিএস হয়েছে ১০ টাকা ৪২ পয়সা এবং এনওসিএফপিএস হয়েছে ৮ টাকা ১৪ পয়সা। কোম্পানির এজিএম আগামী ১২ ফেব্রুয়ারি বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
তুংহাই নিটিং অ্যান্ড ডায়িং : কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য কোনো ডিভিডেন্ড না দেয়ার ঘোষণা দিয়েছে।
৩০ জুন ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৩১ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৬.৩৩ টাকায়।
ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কোম্পানিটির এজিএম।
উল্লেখ্য, রেকর্ড ডেটের কারণে আজ এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকছে। এর আগে ১৫ ও ১৯ ডিসেম্বর স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করেছে এসব কোম্পানি।

Print Date & Time : 18 July 2025 Friday 11:41 pm
চার কোম্পানির লেনদেন চালু হচ্ছে আগামীকাল
দিনের খবর,পুঁজিবাজার ♦ প্রকাশ: