শেয়ার বিজ ডেস্ক: কুষ্টিয়া, ফেনী, ঠাকুরগাঁও ও ময়মনসিংহে গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন নিচে উল্লেখ করা হলো কুষ্টিয়ায় সড়কে দুজন নিহত: এদিকে কুষ্টিয়ার বিত্তিপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের বিত্তিপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভ্যানযাত্রী ছলেমান (৪০) ও ওসমান (৬০)। গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক কামালসহ (৪৩) দুজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। হতাহতদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝাউদিয়া থেকে আসা যাত্রীবাহী একটি ভ্যান কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী ওসমান মারা যান এবং গুরুতর আহত অবস্থায় ভ্যানের চালকসহ তিনজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ছলেমান মারা যান।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উদ্রিস আলী জানান, কুষ্টিয়ার বিত্তিপাড়া সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছে এবং আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর একজন মারা গেছে। ভ্যানের চালকসহ দুজন চিকিৎসাধীন রয়েছে।
ফেনীতে দুই সড়কে দুই ভাইয়ের মৃত্যু: এদিকে ফেনীতে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন।
নিহত বক্তিরা হলেনÑতুষার, তিনি প্রবাসে থাকেন। তার ভাই বিপ্লব, তিনি চট্টপ্রামের মিরসরাইয়ের একটি বিদ্যালয়ের অফিস সহকারী পদে কাজ করতেন। তাদের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরৎ বাংলাবাজার এলাকায়।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেনÑ১১ বছর বয়সী প্রণব ও গাড়িচালক সাজ্জাদ। তাদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ওসি জানান, চিকিৎসা নিতে ঢাকায় গিয়েছিলেন তুষার। সেখান থেকে ফেরার পথে তাদের গাড়িচালক নিয়ন্ত্রণ হারান। গাছের সঙ্গে ধাক্কায় কারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনস্থলেই মৃত্যু হয় দুজনের। নিহতদের মরদেহ ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
ঠাকুরগাঁওয়ে সড়কে বাবা-ছেলের মৃত্যু: এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পয়গাম আলী নামে একজন আহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার চণ্ডিপুর গ্রামের করিমুল ও তার ছেলে আরমান। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ চিলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানায়, সন্ধ্যায় ছেলেকে নিয়ে উপজেলার চণ্ডিপুর গ্রামের করিমুল মোটরসাইকেলে নিয়ে ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জে আসছিলেন। চিলাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে একটি পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে করিমুল ঘটনাস্থলেই এবং ছেলে পীরগঞ্জ হাসপাতালে নেয়ার পর মারা যায়। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে।
ময়মনসিংহে লরিচাপায় দুই নারী নিহত: ময়মনসিংহের গফরগাঁওয়ে বালিবাহী লরিচাপায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। গতকাল দুপুরে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কে উপজেলার রাওনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑউপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের রকিবুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন (৫৫) ও চরআলগী ইউনিয়নের চরকামারিয়া গ্রামের মৃত মিয়া হোসেনের স্ত্রী বকুলা খাতুন (৪৫)। এ ঘটনায় রাওনা গ্রামের হেলাল খান (৪৫) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
গফরগাঁও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে অটোরিকশা থেকে যাত্রী নামানোর সময় বিপরীত দিক থেকে আসা বালিবাহী একটি লরি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাজেদা খাতুনের মৃত্যু হয়।
এ সময় আরও দুজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে বকুলা খাতুনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত হেলাল খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় লরিটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।