শেয়ার বিজ ডেস্ক: গত প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে উত্তর কোরিয়া। চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশটিতে মাত্র ৫৪ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ১৯৮২ সালের পর এটাই দেশটিতে সর্বনিন্ম বৃষ্টিপাতের রেকর্ড। সে বছর একই সময়ের মধ্যে উত্তর কোরিয়ায় ৫১ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়। খবর বিবিসি।
চলতি মাসের শুরুতে জাতিসংঘের খাদ্য সংস্থার এক প্রতিবেদনে উত্তর কোরিয়ায় মারাত্মক খাদ্য সংকটের কথা উঠে আসার পর এবার তীব্র খরার কথা জানাল পিয়ংইয়ং। চলতি মাসের শুরুতে জাতিসংঘের এক যৌথ মূল্যায়নে বলা হয়, এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলনের কারণে উত্তর কোরিয়ার প্রায় এক কোটি মানুষ মারাত্মক খাদ্যসংকটে পড়েছে। এ বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার দূত কিম সং জরুরি খাদ্য সহায়তার আবেদন জানান।
সংকটের কারণ হিসেবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে দায়ী করে থাকেন উত্তর কোরিয়ার কর্মকর্তারা। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে উত্তর কোরিয়া। গত কয়েক বছরে এ নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক সম্মেলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বিনিময়ে নিরস্ত্রীকরণের অংশ হিসেবে নিজেদের মূল পারমাণবিক স্থাপনা ধ্বংসের প্রতিশ্রুতি দেন তিনি। তবে কোনো ফলাফল ছাড়াই শেষ হয় ওই সম্মেলন।
শস্যের ক্ষতি মোকাবিলায় এরই মধ্যে জনগণকে ‘লড়াইয়ের’ আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নব্বইয়ের দশকে উত্তর কোরিয়া ভয়াবহ খরার কবলে পড়েছিল। ওই সময় খাদ্যাভাবে লাখো মানুষ মারা গিয়েছিল বলে ধারণা করা হয়।

Print Date & Time : 15 September 2025 Monday 12:32 am
চার দশকের মধ্যে ভয়াবহ খরার কবলে উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ♦ প্রকাশ: