Print Date & Time : 30 August 2025 Saturday 10:50 am

চার বছরের শিশুকে গলা কেটে হত্যা, মা গ্রেপ্তার

প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নাজমা বেগম নামের এক নারীর বিরুদ্ধে নিজের চার বছর বয়সী শিশুকে মাহমুদকে কাঁচি দিয়ে গলাকেটে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নের দাওসা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক জ্যোতিষ চন্দ্র দেব জানান, ৫ বছর আগে নাজমার সঙ্গে পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার দাওগাঁও এলাকার রমজান আলীর বিয়ে হয়। স্বামী মাদক ও জুয়া খেলায় আসক্ত হওয়ায় ৩ মাসের গর্ভবতী অবস্থায় বাবার বাড়ি চলে আসেন নাজমা। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন। আজ দুপুর দিকে শিশু মাহমুদ পাশের বাড়ির উঠানে খেলছিল। এ সময় হঠাৎ করেই নাজমা তার ছেলেকে মাটিতে ফেলে কাঁচি দিয়ে তার গলা কাটে। পরে শিশুটির চিৎকারে লোকজন ছুটে এসে তার মরদেহ দেখতে পায়। এ অবস্থায় স্থানীয়রা নাজমাকে শিকলে বেঁধে থানায় খবর দেয়।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নাজমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। কেন নিজের শিশুকে নাজমা হত্যা করেছে তা এখনো জানা যায়নি।