কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ) কমিশনার শওকত আলী সাদীর সভাপতিত্বে গতকাল জুলাই মাসের রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ড. মইনুল খান। ঢাকা (দক্ষিণ) ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভায় ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব প্রবৃদ্ধির জন্য তেজগাঁও বিভাগ ও রামপুরা সার্কেলকে ক্রেস্ট দেয়া হয়। ইটভাটার প্রদেয় রাজস্বের সম্পূর্ণ মূসক ও পূর্ববর্তী অর্থবছরের সংশ্লিষ্ট খাতে বকেয়া মূসক আদায়ের অবদান রাখার জন্য লালবাগ বিভাগ, নারায়ণগঞ্জ বিভাগ ও মুন্সীগঞ্জ বিভাগকে ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
