ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় চারজন কর্মকর্তাকে সংবর্ধনা জানিয়েছে জনতা ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে ব্যাংকের পরিচালকরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি, জিএম, ঊধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
