নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষতির পরিমাণ কমাতে ৪০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১০৯ টাকা ৮৩ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ চার হাজার ৩৯৩ কোটি টাকা।
এডিবির ঢাকা অফিস থেকে গতকাল শুক্রবার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০৩০-৩০৫০) বাস্তবায়নে ঋণ ব্যবহার করা জলবায়ুকেন্দ্রিক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনের জন্যও ঋণটি অবদান রাখবে।
এডিবি জানায়, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি, বার্ষিক গড় ক্ষতি প্রায় তিন বিলিয়ন রেকর্ড করে। জলবায়ু-টেকসই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচির প্রথম উপ-প্রোগ্রাম বাস্তবায়ন করা হবে, যা বাংলাদেশকে তার জলবায়ু মোকাবিলায় শক্তিশালী করতে এবং কম কার্বন অর্থনীতিতে রূপান্তর করতে সহায়তা করবে। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করতে এবং মূলধারায় লিঙ্গসমতা ও সামাজিক অন্তর্ভুক্তিতে সহায়তা করবে।
সংস্থাটির প্রিন্সিপাল পাবলিক ম্যানেজমেন্ট ইকোনমিস্ট আমিনুর রহমান বলেন, জলবায়ু ধাক্কা বাংলাদেশের প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনকে মারাত্মকভাবে ব্যাহত করছে। বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং এডিবি, অঞ্চলের জলবায়ু তহবিল হিসাবে, তার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত।
এই কর্মসূচি জলবায়ু অর্থায়নকে একত্র করার জন্য একটি সক্ষম প্রাতিষ্ঠানিক ও নীতিগত পরিবেশ তৈরি করবে, দেশের সামগ্রিক উন্নয়ন এজেন্ডায় জলবায়ু কর্মকে অগ্রাধিকার দেবে। সরকারকে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবহন ও অবকাঠামো, নগর উন্নয়নসহ জলবায়ু-সমালোচনামূলক খাতে সংস্কার বাস্তবায়নে সহায়তা করবে।