Print Date & Time : 7 September 2025 Sunday 10:46 pm

চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

প্রতিনিধি, বগুড়া: বগুড়ার কাহালুতে বিজয় হোসেন (১৮) নামের এক যুবককে হত্যা করে তার ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১ টার দিকে কাহালু থানার নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া গ্রামের একটি খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিজয় হোসেন গাবতলী থানার সোনারায় ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের লিটন আলীর ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে কাহালু থানার নারহট্র ইউনিয়নের ভ্যাপড়া ডি কে রাইস মিলের পিছনে রাস্তার পার্শ্বে ডোবার পানিতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, বিজয় হোসেন বুধবার (৩০ মার্চ) সকাল ৭টায় অটো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি।

পুলিশ জানায়, মরেদেহের পিঠে ও পেটে ১৭টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারনা যাত্রীবেশী দুর্বৃত্তরা ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে উপুর্যপরী ছুরিকাঘাত করে হত্যা করে। পরে মরদেহ ডোবায় ফেলে রেখে যায়।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন বলেন, ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।