শেয়ার বিজ ডেস্ক:: চালকহীন উড়–ক্কু গাড়ি নির্মাণ করল চীন। দুবাইয়ে এই গাড়ির প্রদর্শনীও হয়ে গেল। এই উড়ন্ত গাড়ি নির্মাণ করেছে চীনের প্রতিষ্ঠান এক্সপেন। চীনা এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে বৈদ্যুতিক উড়োজাহাজ চালু করার জন্যও কাজ করছে। খবর: গালফ নিউজ।
গাড়িটির নাম রাখা হয়েছে এক্স২। গাড়িটি দুই আসনবিশিষ্ট। এর অন্যতম বৈশিষ্ট্য, এটি সম্পূর্ণ চালকহীন। উড়োজাহাজের মতো এর প্রপেলার রয়েছে। রয়েছে আটটি প্রপেলার।
উড়ন্ত গাড়ির প্রদর্শনী চলে দেড় ঘণ্টা। পরীক্ষা সফল বলে জানিয়েছে এক্সপেন। এই গাড়ি কতটা নিরাপদ, তা জানতেই এই পরীক্ষা চালায় প্রতিষ্ঠানটি। শিগগির বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের। এই ধরনের গাড়ি তৈরির মূল উদ্দেশ্য, যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছে যাওয়া।
প্রতিষ্ঠানের তরফে বলা হয়েছে, মানুষ রাস্তায় বের হলে যানজটে পড়েন। নির্দিষ্ট স্থানে নির্ধারিত সময়ে পৌঁছাতে বেশ সমস্যার মধ্যে পড়তে হয়। উড়ন্ত এই গাড়ির ক্ষেত্রে সেই সব সমস্যা নেই। যানজট এড়িয়ে যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেবে নির্ধারিত সময়ে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মিনগুয়ান কুই বলেছেন, ভবিষ্যতের কথা ভেবে এই উড়–ক্কু গাড়ি তৈরি করা হয়েছে। এই গাড়ি পরবর্তী প্রজš§কে আকৃষ্ট করবে বলে আমাদের বিশ্বাস। পরীক্ষার জন্য দুবাইকে বেছে নেয়ার কারণ এই শহরকে বলা হয় বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী শহর।
যদিও এই গাড়ির দাম কত বা যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দিতে খরচ কত পড়বে, সে ব্যাপারে সংস্থার তরফ থেকে এখনও কিছু বলা হয়নি। তারা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে। আশা করা হচ্ছে, কয়েকদিনের মধ্যে প্রতিষ্ঠানটি জানিয়ে দেবে গাড়ির দাম ও যাত্রী পরিবহনের খরচ।