Print Date & Time : 11 September 2025 Thursday 8:18 pm

চালকের আসনে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। দিনের একদমই শেষ মুহূর্তে অহেতুক খেলা শটে সৌম্য সরকার আউট হয়েছেন। এ বাঁ-হাতি ওপেনার আউট না হলে বাংলাদেশ তৃতীয় দিন ব্যাট করতে নামতে পারতো আরও শক্ত মনোবল নিয়ে। গতকাল মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮৮ রানে এগিয়ে আছে টাইগাররা। হাতে আছে ৯ উইকেট।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে করা ভুল থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেছিলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও প্রশংসণীয় ব্যাটিং করেছেন ওপেনার তামিম ইকবাল। প্রথম ইনিংস যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করেছেন তিনি। ৭০ বল থেকে ৩০ রান করে অপরাজিত আছেন নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান। তামিম অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফিরলেও আউট হয়েছেন অপর ওপেনার সৌম্য। ১৫ রান করে অ্যাশটন অ্যাগারের বলে উসমান খাজাকে ক্যাচ দেন তিনি। শেষ পর্যন্ত নাইটওয়াচম্যান হিসেবে ক্রিজে আসা তাইজুল ইসলামকে নিয়ে দিন শেষ করেন তামিম। দিন শেষে টাইগারদের সংগ্রহ ১ উইকেট ৪৫ রান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রানের লিড আর হাতে ৯ উইকেট মুশফিক বাহিনীর। এ জায়গা থেকে আজ তৃতীয় দিনে ব্যাটসম্যানরা সাবধানতা অবলম্বন করে ব্যাট করলে অজিদের সামনে একটি বড়সড় টার্গেটই ছুঁড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৬০ রানের জবাবে ব্যাট করতে নামেন স্টিভেন স্মিথরা। ব্যাট করতে নেমে ২১৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এতে ৪৩ রানের লিড পায় বাংলাদেশ। অজিদের হয়ে দিন শুরু করেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও ওপেনার ম্যাট রেনস। দিনের শুরুতেই উইকেট হারায় ক্যাঙ্গারুরা। দিনের তৃতীয় ওভারেই স্টিভেন স্মিথকে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। এরপর পঞ্চম উইকেট জুটিতে ম্যাট রেনস ও পিটার হ্যান্ডসকম্ব টাইগার বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৬৯ রানের জুটি গড়েন তারা। জুটি আরও শক্তিশালী হওয়ার আগেই তা ভেঙে দেন স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলের করা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন হ্যান্ডসকম্ব। তিনি ৩৩ রান করেছেন। হ্যান্ডসকম্ব আউট হওয়ার পর অজিদের ব্যাটিং লাইনআপে আবারও ধস নামে। দলীয় ১১৭ ও ব্যক্তিগত ৪৫ রানে রেনসকে ফিরিয়ে দিয়ে দিনের প্রথম উইকেটটি নেন সাকিব।

হ্যান্ডসকম্ব ও রেনস আউট হওয়ায় উইকেটকিপার ম্যাথু ওয়েড আর গ্লেন ম্যাক্সওয়েলকে দ্রুত ফিরিয়ে দেন মিরাজ ও সাকিব। এক পর্যায়ে অস্ট্রেলিয়া ১৪৪ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে। এ সময় বাংলাদেশ একশ রানের বেশি লিড পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে টাইগারদের ক্যাচ মিসের মহড়া ও অজি শিবিরের দুই বোলার প্যাট কামিন্স ও অ্যাস্টন অ্যাগার দৃঢ় ব্যাটিং সেটি হতে দেয়নি। নবম উইকেট জুটিতে ৪৯ রান যোগ করেন এ দুজন। দলীয় ১৯৩ রানে কামিন্স ও ২১৭ রানে হ্যাজেলউডকে সাকিব ফিরিয়ে দিলে অস্ট্রেলিয়া অল আউট হয়। প্যাট কামিন্স ২৫ রান করে আউট হলেও ৪১ রানে অপরাজিত ছিলেন অ্যাগার।

অজি ব্যাটসম্যানদের মেরুদণ্ড ভাঙার দায়িত্বটা নিয়েছিলেন সাকিব আল হাসান ও তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। সাকিব নেন ৫ উইকেট ও মিরাজের শিকার ৩ উইকেট। এছাড়া তাইজুল ইসলাম নিয়েছেন ১ উইকেট।

উল্লেখ্য, সাকিবের ৮৪ ও তামিমের ৭১ রানে ভর করে প্রথম ইনিংসে  ২৬০ রান করেছিল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ

প্রথম ইনিংস: ৭৮.৫ ওভারে ২৬০ (তামিম ৭১, সৌম্য ৮, ইমরুল ০, সাব্বির ০, সাকিব ৮৪, মুশফিক ১৮, নাসির ২৩, মিরাজ ১৮, তাইজুল ৪, শফিউল ১৩, মোস্তাফিজ ০*; হেজেলউড ০/৩৯, কামিন্স ৩/৬৩, লায়ন ৩/৭৯, অ্যাগার ৩/৪৬, ম্যাক্সওয়েল ১/১৫) দ্বিতীয় ইনিংস: ২২ ওভারে ১/৪৫ (তামিম ৩০*; সৌম্য ১৫, তাইজুল ০*; অ্যাগার ১/৯)

অস্ট্রেলিয়া

প্রথম ইনিংস: ৭৪.৫ ওভারে ২১৭ (ওয়ার্নার ৮, রেনস ৪৫, খাওয়াজা ১, লায়ন ০, স্মিথ ৮, হ্যান্ডসকম্ব ৩৩, ওয়েড ৫, অ্যাগার ৪১*, কামিন্স ২৫, হেজেলউড ৫; শফিউল ০/২১, মিরাজ ৩/৬২, সাকিব ৫/৬৮, তাইজুল ১/৩২, মোস্তাফিজ ০/১৩, নাসির ০/৩)