মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ই-কমার্স পার্টনার হিসেবে যোগ দিল ই-কমার্স সাইট চালডাল ডটকম। সম্প্রতি এ বিষয়ে চালডাল ডটকমের সঙ্গে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের প্রধান কার্যালয়ে এক সমঝোতা চুক্তি সই হয়। মিনিস্টার হিউম্যান কেয়ারের হেড অব সেলস হাফিজুল করিম এবং চালডাল ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও জিয়া আশরাফ চুক্তিটি সই করেন। এ চুক্তির আওতায় মিনিস্টার গ্রুপের উৎপাদিত সব হিউম্যান কেয়ার ও টয়লেট্রিজ পণ্য ই-কমার্স সাইট চালডাল ডটকমের মাধ্যমে যেকোনো জায়গা থেকে কিনতে পারবেন গ্রাহক। বিজ্ঞপ্তি

Print Date & Time : 8 July 2025 Tuesday 7:32 pm
চালডাল ডটকমের সঙ্গে মিনিস্টার গ্রুপের চুক্তি
করপোরেট কর্নার ♦ প্রকাশ: