Print Date & Time : 30 August 2025 Saturday 12:58 am

চাল-গম পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে চাল এবং গম পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এছাড়া প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী।

মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালযয়ে সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, চাল আমদানি উন্মুক্ত করা হলেও আমদানি করছেন না ব্যবসায়ীরা। গম প্রায় পুরোপুরি আমদানিনির্ভর হলেও, সেক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হয়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, চালসহ অন্যান্য পণ্যের দাম আর তেমন বাড়বে না। ১ থেকে ২ টাকা এদিক-সেদিক হতে পারে।

সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে চালসহ কয়েকটি পণ্য সরবরাহ করা হচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, পণ্যমূল্য কিছুটা বেশি হলেও দেশে দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা নেই।

মন্ত্রী বলেন, কার্পেটের নিচে ধুলা লুকিয়ে রেখে লাভ হবে না। যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সারা পৃথিবীতেই শঙ্কা আছে। অন্যান্য দেশে উৎপাদন অনেক কমেছে, সেটি হলে কিছু করার থাকবে না। তবে দেশীয় উৎপাদন এখনো যথাযথ রয়েছে।