শেয়ার বিজ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের চিকিৎসক ফাইজুর রহমানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামবাসী। টাকার বিনিময়ে মিথ্যা সনদ দেওয়ার অভিযোগ এনে গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, গত ৩১ জুলাই ঘাটুরা গ্রামের জাবেদ হাজারীকে গলা কেটে হত্যার চেষ্টা করে একই এলাকার আক্তার হাজারী, সাজিদ হাজারীসহ তাদের অনুসারীরা। আশঙ্কাজনক অবস্থায় জাবেদ হাজারীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করলে তার ক্ষতস্থানে ১৮০টি সেলাই দিতে হয়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাইজুর রহমান মোটা অঙ্কের টাকার বিনিময়ে ‘জাবেদ হাজারী সামান্য আহত’ হয়েছেন বলে মেডিক্যাল সার্টিফিকেট দিয়েছেন।
