Print Date & Time : 8 August 2025 Friday 10:33 pm

চিকিৎসার জন্য ভারত গেছেন ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া ভারতে পৌঁছেছেন। আজ বুধবার সকালে বেনাপোল সীমান্ত পার হয়ে ভারতে যান তিনি। দেশটির ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন বলে জানা গেছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, আজ সকাল ৭টার দিকে সংসদ ভবন এলাকার বাসা থেকে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেন ডেপুটি স্পিকার। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে যশোরের বেনাপোল পৌঁছন তিনি। সেখান থেকে সকাল ১০টায় সীমান্ত পার হয়ে সড়ক পথে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু (দমদম) বিমানবন্দর যান। সঙ্গে তাঁর দুই মেয়ে ফাহিমা রাব্বী রিটা ও ফারজানা রাব্বী বুবলী এবং জামাতা বিচারপতি খুরশীদ আলম সরকার রয়েছেন। চিকিৎসার জন্য তাঁরা এক মাস ভারতে থাকবেন বলে ডেপুটি স্পিকারের দপ্তর থেকে সংসদ সচিবালয়কে জানানো হয়েছে।

জানা গেছে, দীর্ঘ দুই মাসেরও বেশি সময় অসুস্থ ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। গত জুন মাসে রাজধানীর ল্যাবএইড স্পেসালাইজড হাসপাতালে ওই অপারেশনের মাধ্যমে চার কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়। এরপর তিনি পুরোপুরি সুস্থ্য হতে পারেননি। নানা জটিলতা দেখা দেয়। ফলে এক প্রকার গৃহবন্দি জীবনযাপন করছিলেন তিনি। নিউরোসায়েন্স, ল্যাবএইডসহ বিভিন্ন হাসপতালালে অনেক পরীক্ষা-নিরীক্ষার পরও রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে ল্যাবএইড হাসপাতালের অ্যাডভাইজার অ্যান্ড চিফ কনসালটেন্ট সার্জন এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খাদেমুল ইসলামের নেতৃত্বে মেডিক্যাল বোর্ড বিদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন। এরপর তাঁকে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত হয়।