চিনিগুঁড়া চালের বিজ্ঞাপনে মৌসুমী

শোবিজ ডেস্ক : ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। চলচ্চিত্রের শুটিং নিয়েই ব্যস্ততা তার। নতুন খবর হলো সম্প্রতি এরফান চিনিগুঁড়া চালে দুবছরের জন্য শুভেচ্ছাদূত হলেন তিনি। গতকাল রাজধানীর কোক স্টুডিওতে এর বিজ্ঞাপনে অংশ নেন মৌসুমী। নির্মাণ করেছেন বিজ্ঞাপন নির্মাতা মেহেদি হাসিব। এর আগে তিনি মৌসুমীকে নিয়ে এলাচি বিস্কুটের বিজ্ঞাপন, বাচ্চাদের জন্য হলিউডের মারভেল কমিকস সিরিজের বিখ্যাত অ্যানিমেশন চরিত্র ‘মিনিয়ন’ ও ‘ক্যাপ্টেন আমেরিকা’ নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন।

নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে মৌসুমী বলেন, এখন তো সিনেমা আর সংসার নিয়েই ব্যস্ত থাকছি। এর বাইরে মাঝেমধ্যে স্ক্রিপ্ট পছন্দ হলে বিজ্ঞাপনের শুটিং করি। নতুন এ বিজ্ঞাপনটির স্ক্রিপ্ট আমার ভালো লেগেছে।

বর্তমানে ‘আমি নেতা হবো’ নামের একটি সিনেমায় কাজ করছেন মৌসুমী। তার অভিনীত চলচ্চিত্র ‘দুলাভাই জিন্দাবাদ’ মুক্তি পায় গত অক্টোবরে।