চিপ সংকটে উৎপাদন কমাচ্ছে নিসান সুজুকি মিৎসুবিশি

শেয়ার বিজ ডেস্ক: বিশ্বব্যাপী চিপ সংকটে বৈশ্বিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠানগুলো হিমশিম খাচ্ছে। বেশিরভাগ কোম্পানি কারখানা বন্ধ রাখছে অথবা উৎপাদন কমাচ্ছে। এবার বৈশ্বিক চিপ সংকটের মুখে পড়ে জাপানি মোটর কোম্পানি নিসান, সুজুকি ও মিৎসুবিশি নিজেদের কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। খবর: রয়টার্স।

জাপানি মোটর কোম্পানি নিসান এবং সুজুকি মোটর করপোরেশন জুন থেকে নিজেদের কিছু কারখানায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখবে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র শুক্রবার এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ জাপানের কিউশু অঞ্চলে অবস্থিত কারখানা তিন দিনের জন্য বন্ধ রাখবে নিসান মোটর করপোরেশন। জুনের ২৪, ২৫ ও ২৮ তারিখে বন্ধ থাকেবে ওই কারখানা।

অন্যদিকে জাপানের টোচিগি ও ওপ্পামা কারখানায় মাসজুড়ে উৎপাদন সমন্বয়ের কাজ অব্যাহত রাখবে নিসান। এছাড়া তিন সূত্রের বরাতে জানা গেছে, নিসান নিজেদের মেক্সিকো কারখানায় নির্দিষ্ট কিছু মডেল উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখবে। খবর জানালেও পরিকল্পনাটি উম্মুক্ত না হওয়ার কারণে পরিচয় জানাতে রাজি হয়নি ওই তিন সূত্র।

নিসানের একজন মুখপাত্র বলছেন, ‘সেমিকন্ডাক্টরের বৈশ্বিক সংকট আমাদের অটো খাতে যন্ত্রাংশ পাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলছে। নিসান উৎপাদন সমন্বয় করছে এবং পুনরুত্থান নিশ্চিতে জরুরি পদক্ষেপ নিচ্ছে।’

অন্যদিকে দুই সূত্র জানিয়েছে, সিজুয়োকাতে তিন থেকে ৯ দিনের জন্য সুজুকি মোটরস নিজেদের তিনটি কারখানায় কাজ বন্ধ রাখবে। এ পরিকল্পনাটিও উম্মুক্ত না হওয়ার কারণে নিজেদের পরিচয় জানাতে রাজি হয়নি তারা।

সুজুকি মোটরের মুখপাত্র বলেছেন, পরিকল্পনাটি ‘নিশ্চিত করা হয়নি’। এ গাড়িনির্মাতা প্রতিষ্ঠানটিও চিপ সংকট সামাল দিতে উৎপাদন সমন্বয় করছে বলে উল্লেখ করেছেন মুখপাত্র।

এদিকে মিতসুবিশি মোটর্সও চিপ সংকটের মুখে উৎপাদনে লাগাম টানছে। জাপান, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় নিজেদের পাঁচটি কারখানায় সব মিলিয়ে ৩০ হাজার গাড়ি উৎপাদন কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।