Print Date & Time : 5 July 2025 Saturday 10:36 pm

চীনা প্রতিষ্ঠানে সাইবার হামলা বেড়েছে

 

শেয়ার বিজ ডেস্ক: চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর সাইবার হামলা গত দুবছরে ব্যাপক বেড়েছে, যা বর্তমানে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেছে। সাম্প্রতিক এক জরিপে এমনটা জানা গেছে। খবর রয়টার্স

‘ইন্টারনেট অব থিংস’ বা আইওটিএর জন্য নতুন ভোক্তা এবং শিল্পপ্রযুক্তির দ্রুত অন্তর্ভুক্তিকরণকে এ সমস্যার একটি কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আইওটি হচ্ছে ইন্টারনেটের এমন একটি উন্নত ব্যবস্থা, যেখানে দৈনন্দিন ব্যবহার্য সব বস্তুর নেটওয়ার্কের সঙ্গে সংযোগ থাকে। পিডব্লিউসির সাইবার নিরাপত্তা অংশীদার মারিন আইভেজিকের ভাষ্যমতে, এ ধরনের সংযুক্ত ডিভাইসগুলো আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু হয়ে থাকে।