চীনা বেসরকারি কোম্পানিতে বিনিয়োগ করবে জিপিএইচ ইস্পাত

নিজস্ব প্রতিবেদক: প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদ স্টার এলায়েড ভেঞ্চার লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। জিপিএইচ ইস্পাত মোট ২৫ লাখ টাকা বিনিয়োগ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিনিয়োগকৃত টাকা দিয়ে জিপিএইচ ইস্পাত স্টার এলায়েড ভেঞ্চারের ১০০ টাকা সমমূল্যের ২৫ হাজার শেয়ার কিনবে। চায়না সরকারের নিজস্ব প্রতিষ্ঠান হচ্ছে কুনমিং আয়রন অ্যান্ড স্টিল হোল্ডিং লিমিটেড। এর সহযোগী প্রতিষ্ঠান ইউন্নান ইয়োঙ্গলা ওভারসিস ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। স্টার এলায়েড ভেঞ্চার লিমিটেড এবং ইয়োন্নান ইয়োঙ্গেল ওভারসিজ মিলে একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠন করবে। এ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বাংলাদেশে যৌথভাবে দুই দশমিক ৩০ বিলিয়ন ইউএস ডলারের সমপরিমাণ অর্থ বিনিয়োগ করবে।
এদিকে গতকাল ডিএসইতে এ কোম্পানির শেয়ারদর এক টাকা ৭০ পয়সা বা তিন দশমিক ৯৫ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ৪১ টাকা ৩০ পয়সায়। লেনদেন শেষে সর্বশেষ দর দাঁড়ায় ৪১ টাকা ৩০ পয়সা। গতকাল কোম্পানিটির ১৩ লাখ পাঁচ হাজার ১১৫টি শেয়ার এক হাজার আটবার হাতবদল হয়। যার বাজার মূল্য পাঁচ কোটি ৫৩ লাখ ৮২ হাজার টাকা। গতকাল শেয়ারটির দর ৪৩ টাকা ৯০ পয়সা থেকে ৪১ টাকা ২০ পয়সায় উঠানামা করে।
সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদ চট্টগ্রামের সীতাকুণ্ডে ১২ দশমিক ৩৭ একর জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। যেখানে কোম্পানির প্রকল্প সম্প্রসারণ করা হবে। এ জমির আনুমানিক মূল্য (রেজিস্ট্রশন খরচসহ) ৮৬ কোটি ৮২ লাখ ৫২ হাজার টাকা। এদিকে সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুসারে, (জানুয়ারি-মার্চ, ১৮) কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৭ পয়সা। তবে (জুলাই, ১৭-মার্চ, ১৮) ৯ মাসে ইপিএস হয়েছে এক টাকা ৫৮ পয়সা। যা আগের বছর একই সময়ে হয়েছিল এক টাকা ২২ পয়সা। ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত শেয়ারপ্রতি সম্পদমূল্য হয়েছে ১৬ টাকা ৪৯ পয়সা। যা ৩০ জুন, ২০১৭ পর্যন্ত ছিল ১৬ টাকা ১৫ পয়সা।
কোম্পানিটি সর্বশেষ ২০১৭ সালে শেয়ারহোল্ডারদের পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ওই বছর কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ৮৩ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ১৬ টাকা ১৫ পয়সা। এর আগে ২০১৫ ও ১৬ সাল মিলে দেড় বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১৯ দশমিক ৭। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, পিই রেশিও ২২ দশমিক ৬৮।
‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০০০ কোটি টাকা অনুমোদিত ও ৩২৭ কোটি ৪৪ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩২ কোটি ৭৪ লাখ ৪২ হাজার ৫০০টি। কোম্পানির রিজার্ভে আছে ৬০ কোটি ৫৩ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৫৬ দশমিক শূন্য তিন শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৪ দশমিক ৯২ শতাংশ প্রাতিষ্ঠানিক, ২৯ দশমিক শূন্য পাঁচ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।