Print Date & Time : 14 August 2025 Thursday 11:55 pm

চীনের চিপ সংযোজন হচ্ছে মালয়েশিয়ায়

শেয়ার বিজ ডেস্ক: চীনের অনেক সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানি মালয়েশিয়ার কিছু কোম্পানিকে দিয়ে উচ্চ প্রযুক্তির চিপের একাংশ সংযোজন করাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে চিপ নির্মাণ করতে চীনের কোম্পানিগুলো এই ধরনের কৌশল করছে। খবর: রয়টার্স।

চীনের কোম্পানিগুলো মালয়েশিয়ার চিপ প্যাকেজিং ফার্মগুলোকে দিয়ে গ্রাফিকস প্রসেসিং ইউনিট নামের একধরনের চিপ সংযোজন করাচ্ছে।

মালয়েশিয়ার কোম্পানিগুলো মূলত চিপ সংযোজন করছে, অর্থাৎ এ ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার বরখেলাপ করা হচ্ছে না বা চিপের ওয়েফার বদলে দেয়া হচ্ছে না। ইতোমধ্যে বেশ কিছু মালয়েশীয় কোম্পানির সঙ্গে চীনা কোম্পানিগুলোর চুক্তি হয়েছে। তবে সূত্রগুলো মালয়েশীয় কোম্পানিগুলোর নাম প্রকাশ করতে রাজি হয়নি।

প্রযুক্তিতে চীনের অগ্রগতি ঠেকাতে যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে উঠেছে। সে জন্য দেশটি চীনের কাছে চিপ তৈরির উপকরণ বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছে এবং সেই নিষেধাজ্ঞার আওতা দিন দিন বাড়ছে। কিন্তু একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটছে, সে জন্য উচ্চমানের চিপ তৈরির চাহিদা বাড়ছে। এ বাস্তবতায় চীনের ছোট সেমিকন্ডাক্টর ডিজাইন ফার্মগুলো দেশের ভেতরে উন্নত মানের প্যাকেজিং-সেবা পাওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছে।

চীনের কিছু কোম্পানি উন্নতমানের চিপ প্যাকেজিং-সেবায় আগ্রহী। সেমিকন্ডাক্টর সরবরাহব্যবস্থায় মালয়েশিয়া গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। ইউনিসেমের মতো চীনের চিপ প্যাকেজিং কোম্পানিগুলো এখন মালয়েশিয়ায় আসছে। নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে দেশের ভেতরে ও বাইরে যেন উৎপাদনব্যবস্থা সচল রাখা যায়, সে লক্ষ্যেই চীনের কোম্পানিগুলো এখন মালয়েশিয়ার দিকে ঝুঁকছে।

মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে চীনের কোম্পানিগুলো এখন চিপ সংযোজনের নতুন জায়গা খুঁজছে, আর সেই অনুসন্ধানে মালয়েশিয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চিপ সংযোজন এখনও মার্কিন নিষেধাজ্ঞার কবলে না পড়লেও সে জন্য উচ্চমানের প্রযুক্তি প্রয়োজন। আশঙ্কা রয়েছে, ভবিষ্যতে চীনে এ প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা আসতে পারে।

চিপের প্যাকেজিং উন্নত হলে এর কর্মনৈপুণ্য তাৎপর্যপূর্ণভাবে বেড়ে যেতে পারে। সে কারণে সেমিকন্ডাক্টর শিল্পে প্যাকেজিং গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্যাকেজিংয়ের মধ্যে অনেক সময় চিপলেট তৈরির বিষয় থাকে, যেখানে চিপগুলো নিবিড়ভাবে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। তখন সেটা শক্তিশালী মস্তিষ্কের মতো কাজ করে। তবে সেমিকন্ডাক্টর শিল্পে এক ধরনের পরিবর্তন আসছে।