চীনের প্রভাব হ্রাসে ভারত-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: টিলারসন

শেয়ার বিজ ডেস্ক: এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব কমিয়ে আনতে ভারতের সঙ্গে গভীর সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। ভারতকে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু ও অংশীদার বলে আখ্যায়িত করেন তিনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈশ্বিক ইস্যুতে চীনের বৃহত্তর ভ‚মিকা পালনের কথা জানানোর কয়েক ঘণ্টা পর টিলারসন এ মন্তব্য করেন। গত বুধবার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির ১৯তম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে শি জিনপিং বলেন, চীন বিশ্বনেতৃত্ব দিতে প্রস্তুত। খবর সিএনএন, এনডিটিভি।

চীন ও ভারতে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের আগে পরিস্থিতি পর্যবেক্ষণে টিলারসন ভারত সফর করবেন আগামী সপ্তাহে। একই সঙ্গে টিলারসন পাকিস্তানও সফর করবেন বলে হোয়াইট হাউজ সূত্রে জানা যায়। ভারত ও পাকিস্তান সফরের ঠিক আগ মুহূর্তে টিলারসন এ মন্তব্য করেন।

ওয়াশিংটনে কৌশলগত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দেওয়া এ বক্তৃতায় টিলারসন বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্কের অংশীদার এবং চীনের মতো অগণতান্ত্রিক দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কখনোই এমন সম্পর্ক হতে পারে না। টিলারসন বলেন, চীন আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী একটি দেশ। দক্ষিণ চীন সাগর এর একটি বড় উদাহরণ।

এদিকে গত বুধবার টুইটারে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ফার্স্ট ডটার ও হোয়াইট হাউজের পরামর্শক ইভানকা ট্রাম্প বলেন, ভারতে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।

নভেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন ইভানকা। ২৮ নভেম্বর থেকে হায়দ্রাবাদে শুরু হচ্ছে তিন দিনের ‘বিশ্ব বাণিজ্য সম্মেলন’, যার আয়োজক ভারত ও আমেরিকা। নারী উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে এ সম্মেলন হবে। এর আগে উত্তর কোরিয়ার পারমাণবিক ইস্যুতে ৮ থেকে ১০ নভেম্বর চীন সফরের কথা রয়েছে ট্রাম্পের।

টিলারসন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ভারতকে আহŸান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত বৈশ্বিক সহযোগী এবং এ দুই দেশ গণতন্ত্রের সঙ্গে কোনো আপস করে না। আমাদের লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা এক। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী।

টিলারসন আরও বলেন, যুক্তরাষ্ট্রের চীনের সঙ্গে গঠনমূলক সম্পর্ক রয়েছে, কিন্তু তাই বলে চীনের সঙ্গে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা বন্ধ করা হবে না। চীন তার প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে এবং যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।