শেয়ার বিজ ডেস্ক: চীনের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে এখনই প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র। জাপানে সফরকালে যুক্তাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেন। চলতি মাসের দু’দেশের মধ্যে চলমান আলোচনা স্থগিতের পর ট্রাম্পের কাছ থেকে এমন মন্তব্য এলো। খবর: ব্ল–মবার্গ।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘হয়তো চীন একটি চুক্তিতে পৌঁছাতে চাচ্ছে। কিন্তু আমরা চুক্তি করতে প্রস্তুত নই। তবে চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ট্রাম্প বলেন, আমি মনে করি ভবিষ্যতে একটি চুক্তিতে পৌঁছাব। আমরা সেভাবেই এগুচ্ছি।
শুল্কের বোঝা চাপিয়ে চীনকে কোণঠাসা করতে চাইছে যুক্তরাষ্ট্র। বাণিজ্যযুদ্ধের মধ্যেই সম্প্রতি আরও ২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যে আমদানি শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ চাপে আত্মসমর্পণ করবে না চীন। সম্প্রতি চীন স্পষ্ট বলেছে, বাইরের কোনো চাপে তারা ভীত হবে না।
চীন বলেছে, কোনো পক্ষই বিজয়ী হবে না বলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। তবে এ ধরনের যুদ্ধে দেশটির ভয় নেই বলেও জানিয়েছে চীন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ‘পিপলস ডেইলি’তে প্রকাশিত এক সংবাদ ভাষ্যে এ মন্তব্য করা হয়েছে। পিপলস ডেইলি’র সংবাদ ভাষ্যকে চীন সরকারের রাষ্ট্রীয় অবস্থান বলে মনে করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে যুক্তরাষ্ট্রে রফতানি করা প্রতিটি পণ্যের ওপর শুল্কারোপের হুমকি দেওয়ার পর বেইজিংয়ের পক্ষ থেকে এমন ঘোষণা আসে। দৈনিকটি জানায়, বাণিজ্যিক মতপার্থক্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য চীনের দরজা সব সময় খোলা রয়েছে। তবে নিজের বাণিজ্যিক নীতির সঙ্গে চীন যেমন আপস করবে না তেমনি নিজের অগ্রাধিকারের বিষয়গুলোতে ছাড় দিতেও রাজি নয় বেইজিং।
এর আগে চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ হি একই ধরনের মন্তব্য করে জানিয়েছিলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা হচ্ছে শ্রেষ্ঠ পন্থা, তবে নিজের মৌলিক নীতির প্রশ্নে আপস করবে না বেইজিং।
চীন ও যুক্তরাষ্ট্র তাদের কয়েক মাসব্যাপী চলা বাণিজ্য মতবিরোধ নিয়ে কোনো চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হওয়ার পর বেইজিংয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলো। ওই আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে এক মাসের আলটিমেটাম দিয়ে বলেছেন, এ সময়ের মধ্যে বাণিজ্য চুক্তি না হলে চীন থেকে যুক্তরাষ্ট্রে রফতানি করা প্রতিটি পণ্যের ওপর শুল্কারোপ করবে ওয়াশিংটন।

Print Date & Time : 3 August 2025 Sunday 2:52 pm
চীনের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র: ট্রাম্প
আন্তর্জাতিক ♦ প্রকাশ: