চীনে তেল-গ্যাস রপ্তানি বাড়াচ্ছে রাশিয়া

শেয়ার বিজ ডেস্ক: ইউরোপের দেশগুলোর বিকল্প হিসেবে চীনে তেল-গ্যাস রপ্তানি বাড়াচ্ছে রাশিয়া। খবর: বিবিসি।

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখলের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। তখন রাশিয়ার পাশে ছিল চীন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেইজিং তেল ও গ্যাস কেনা নিয়ে মস্কোর সঙ্গে চার হাজার কোটি ডলারের চুক্তি সই করে। এ অর্থ রাশিয়াকে অর্থনৈতিক ভরাডুবি থেকে রক্ষা করে তখন।

চলমান সংকটে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিকল্প হিসেবে অন্য দেশ খুঁজছে গ্যাস আমদানির জন্য। ঠিক তেমনি ইউরোপীয় গ্রাহকদের সঙ্গে উত্তেজনা বাড়ার কারণে রাশিয়া একটি নতুন পাইপলাইনের মাধ্যমে চীনে গ্যাস সরবরাহ বাড়াতে চুক্তিতে সম্মত হয়েছে। রাশিয়া বর্তমানে বেইজিংয়ের তৃতীয় বৃহত্তম গ্যাস রপ্তানিকারক দেশ। জানা গেছে, সম্প্রতি বেইজিং সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট চীনের সঙ্গে তেল ও গ্যাস রপ্তানির জন্য প্রায় এক হাজার ২০০ কোটি ডলারের চুক্তিতে সম্মত হয়েছেন।

বর্তমানে তাইওয়ানসহ নানা ইস্যুতে চীন ও যুক্তরাষ্টে র সম্পর্ক তলানিতে ঠেকেছে। ওদিকে ইউক্রেন ইস্যুতে মুখোমুখি অবস্থানে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের ধারণা, পশ্চিমাদের সঙ্গে ইউক্রেন ও তাইওয়ান ইস–্যতে উত্তেজনার কারণে চীন ও রাশিয়া আরও ঘনিষ্ঠ হচ্ছে। ব্যবসা, বাণিজ্যসহ অন্যান্য সম্পর্ককেও আরও পাকাপোক্ত করছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।