শেয়ার বিজ ডেস্ক: চীনে যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ায় কমপক্ষে ১০ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন-টিভি গতকাল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝোও প্রদেশের একটি নদীতে নৌকাডুবির পর এ ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।
কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝোও প্রদেশের লুইপানসুই শহরের জাংকে নদীতে গত শনিবার সন্ধ্যায় নৌকাডুবির এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ওই নৌকার বেশিরভাগ যাত্রীই ছিলেন শিক্ষার্থী।
নৌকাটির যাত্রীধারণক্ষমতা ছিল ৪০ জনের। কিন্তু দুর্ঘটনার আগে সেখানে ঠিক কতজন যাত্রী নেয়া হয়েছিল, সেটি যাচাই করে দেখছে কর্তৃপক্ষ। তারাও ধারণা করছে নৌকাটির বেশিরভাগ যাত্রীই ছিলেন শিক্ষার্থী।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, রোববার পর্যন্ত ৪০ জনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাদের মধ্যে থেকে ৯ জন মারা যান। বাকি ৩১ জনের অবস্থা আশঙ্কাজনক নয়।
এছাড়া এখনও পাঁচজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর তল্লাশি ও উদ্ধার অভিযানে অংশ নেয় ১৭টি উদ্ধারকারী দল ও ৫০টি নৌকা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।