Print Date & Time : 2 September 2025 Tuesday 11:42 am

চীনে বিমান দুর্ঘটনা যাত্রী ও ক্রুদের হদিস নেই

শেয়ার বিজ ডেস্ক: গত সোমবার বিকালে চীনের বিমান দুর্ঘটনায় ১২৩ যাত্রী ও ৯ ক্রুদের কারও হদিশ পাওয়া যায়নি। চীনের গুয়াংজি পার্বত্য অঞ্চলে ভেঙে পড়ে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের উড়োজাহাজ এমইউ৫৭৩৫। খবর: এপি।

দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানটিতে ছিলেন ১২৩ যাত্রী, দুই চালকসহ ৯ ক্রু। চীনের যে অঞ্চলে বিমানটি ভেঙে পড়ে সেটি অত্যন্ত দুর্গম। তাই প্রথম থেকে আশঙ্কা করা হচ্ছিল, এই দুর্ঘটনায় সব যাত্রীর মৃত্যু হতে পারে। সেই আশঙ্কা সত্যি হতে পারে বলে মনে করা হচ্ছে।

ওই এলাকার কিছু সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভেঙে পড়া বিমানের ধ্বংসস্তূপ থেকে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এই দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় সংবাদ সংস্থাগুলো গতকাল সকালে জানায়, বিমানটি ভেঙে পড়ার কিছুক্ষণ পর তার ধ্বংসাবশেষ গুয়াংজি এলাকার একটি পাহাড়ের ওপর খুঁজে পাওয়া যায়। চীনের গুয়াংজি প্রদেশের টেংক্সিয়ান কাউন্টির একটি পাহাড়ে ভেঙে পড়া উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। কিন্তু গত সোমবার বিকালে ওই বিমানের যে সদস্যদের সঙ্গে শেষবার যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছিল, দুর্ঘটনার ১৮ ঘণ্টা পরও তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। ফলে মনে করা হচ্ছে, ওই বিমানের মোট ১৩২ যাত্রীর সবারই হয়ত এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ভেঙে পড়া বিমানটি কুনমিং থেকে গুয়াংজি যাচ্ছিল। পথে গুয়াংজিতে বিমানটি দুর্ঘটনায় ভেঙে পড়ে। বিমানটি স্থানীয় সময় বেলা ১টা ১১ মিনিটে কুনমিং থেকে ওড়ে। বিকাল ৩টা ৫ মিনিটে সেটির গুয়াংজিতে অবতরণের কথা ছিল। কিন্তু ওড়ার ৭১ মিনিটের মাথায় বেলা ২টা ২২ মিনিটে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটির সঙ্গে যখন শেষবার যোগাযোগ স্থাপন হয়েছিল, তখন সেটি ২৯ হাজার ১০০ ফুট উচ্চতায় উড়ছিল। ছয় বছর ধরে যাত্রীসেবা দিয়ে আসা ৭৩৭-৮০০ বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি।