Print Date & Time : 2 September 2025 Tuesday 12:09 pm

চীনে ভূমিকম্পে নিহত ২১

শেয়ার বিজ ডেস্ক: চীনের সিশুয়ান প্রদেশে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প হয়েছে। এতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। খবর: এপি।

চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, ২০১৭ সালের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। প্রদেশের রাজধানী চাংদু ও কয়েকশ কিলোমিটার দূরের শহর শিয়ান ও ছাংশায়ও ভূকম্পণ অনুভূত হয়েছে। এসব এলাকার কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানায়, ভূমিকম্পটির উৎপত্তি লুদিং শহরের ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে। গ্রীষ্মকালীন দাবদাহের পর এখন কভিড-১৯ সংক্রমণের কারণে লকডাউন দেয়া হয়েছে চাংদু শহরে। এখানের একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ৩০ তলার বাসিন্দা বলেন, কম্পন বেশ শক্তিশালী ও কিছুক্ষণ স্থায়ী ছিল। আমাদের কঠিন সময় যাচ্ছেÑদাবদাহ, কভিড লকডাউন আর এখন ভূমিকম্প।

প্রথম ভূমিকম্পের কয়েকটি মিনিট পর চেংদু থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ইয়ান শহরে ৪ দশমিক ২ মাত্রার আফটার শক (পরাঘাত) হয়। লুদিং শহরে ভূমিকম্প এত শক্তিশালী ছিল যে মানুষ দাঁড়িয়েও থাকতে পারছিল না। অনেক বাড়িতে ফাটল দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ভূমিকম্পের কিছু ভিডিও ক্লিপ দেখা গেছে।

এতে লোকজনকে ভবনগুলো ছেড়ে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। এ ভূমিকম্প কেন্দ্রের ২০ কিলোমিটারের মধ্যে মোট ৩৯ হাজার মানুষ বাস করেন। ১০০ কিলোমিটারের মধ্যে বাস করেন ১৫ লাখ ৫০ হাজার জন মানুষ।

সিশুয়ান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা, বিশেষ করে পশ্চিমের পার্বত্য অঞ্চলে। শিংহাই-তিব্বতিয়ান মালভূমির পূর্ব সীমান্তের এ এলাকাটি ভূমিকম্পপ্রবণ।