নিজস্ব প্রতিবেদক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তার পূর্ব এশিয়া সফরের শেষাংশে চীনে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি তার প্রথম চীন সফর।
শুক্রবার টিলারসন পিয়ংইয়ংকে সতর্ক করে বলেছেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে দক্ষিণ কোরিয়া বা মার্কিন বাহিনীর প্রতি যদি কোন ধরনের হুমকি আসে তবে সামরিকভাবে এর জবাব দেয়া হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে বলেন, উত্তর কোরিয়া ‘খুব খারাপ আচরণ করছে।’
তিনি আরো বলেন, পিয়ংইয়ংয়ের প্রধান মিত্র চীন এ ব্যাপারে ‘খুব কমই সাহায্য করছে।’
এদিকে ধারণা করা হচ্ছে, পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার প্রতি সমর্থন কমাতে বলায় বেইজিং টিলারসনের কাছে ক্ষুব্ধতা প্রকাশ করতে পারে।
এ ছাড়া টিলারসনের কাছে চলতি মাসের গোড়ার দিকে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পদ্ধতির স্থাপনের বিরুদ্ধেও চীন তার বক্তব্য তুলে ধরবে।
টিলারসনের এই সফরকালে উত্তর কোরিয়ার সাম্প্রতিকতম ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইস্যুটিই প্রাধান্য পেতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।(বাসস)

Print Date & Time : 5 July 2025 Saturday 5:47 am
চীনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
দিনের খবর ♦ প্রকাশ: