শেয়ার বিজ ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় জিনঝিয়াং প্রদেশে একটি শিল্পকারখানায় আগুন লেগে ১৯ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, গত রোববার নিনজাই গ্রামের ওই কারখানার আগুন লাগার তিন ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। খবর বিবিসি।
কর্মকর্তারা জানিয়েছেন, দ্য রিকি ডেইলি ন্যাচেসিটিজ কোম্পানির মালিকানাধীন ওই কারখানায় লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনাটি তদন্ত করছে কর্তৃপক্ষ। নিনজাই কর্তৃপক্ষ জানায়, ওই কারখানা থেকে উদ্ধার আট ব্যক্তির মধ্যে তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নিরাপত্তা প্রয়োগকারী সংস্থার কার্যক্রম দুর্বল হওয়ায় চীনের শিল্পকারখানায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত মার্চে একটি রাসায়নিক স্থাপনায় বিস্ফোরণে হতাহত হন ৭৪ শ্রমিক। জুলাইয়ে মধ্য চীনে গ্যাস স্থাপনায় বিস্ফোরণে ১৫ জন প্রাণ হারান। গত নভেম্বরে উত্তরাঞ্চলীয় বাণিজ্যিক নগরী জেনজিয়াকাও’তে বিস্ফোরণে ২৩ জন নিহত হন।

Print Date & Time : 30 July 2025 Wednesday 10:10 am
চীনে শিল্প কারখানায় আগুনে নিহত ১৯
আন্তর্জাতিক ♦ প্রকাশ: