Print Date & Time : 6 July 2025 Sunday 1:38 am

চীনে হোটেল ব্যবসা সম্প্রসারণ করবে হায়াত

শেয়ার বিজ ডেস্ক: চীনে হোটেল ব্যবসা সম্প্রসারণ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক হায়াত হোটেল করপোরেশন। চীনের তিয়ানফু মিনউন হসপিটালিটির সঙ্গে করা একটি কৌশলগত চুক্তির মাধ্যমে দেশটিতে হায়াত প্যালেস ও হায়াত হাউস হোটেল সম্প্রসারণ করবে প্রতিষ্ঠানটি। হায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া।

হায়াত জানিয়েছে, চীনে আগামী পাঁচ বছরের মধ্যে অন্তত ৫০টি হায়াত প্যালেস ও হায়াত হাউজ উন্নয়নের কাজ করা হবে। স্থানীয় বিনিয়োগকারীদের সহায়তায় যার দায়িত্বে থাকবে তিয়ানফু মিনউন। পরিকল্পিত হোটেলের মধ্যে প্রথমে নির্মাণ করা হবে হায়াত প্যালেন ন্যানচুং যাওপিং, হায়াত প্যালেস চ্যাংচুং জিংগুয়ে ও হায়াত হাউজ চ্যাংচুং জিংগুয়ে। এ তিনটি হোটেল নির্মাণের পর এর পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে তিয়ানফু মিনউন।

হায়াতের প্রেসিডেন্ট ও সিইও মার্ক হপলাম্যাজিয়ান বলেছেন, এই চুক্তি চীনে হায়াতের প্রবৃদ্ধির আরেকটি মাইলফলক। হায়াত চীনের মতো দেশে তাদের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।

তিয়ানফু মিনউন’র চেয়ারম্যান ঝাং জিয়ানমিং বলেছেন, চীনে তিয়ানফু মিনউন’র ভালো মানের হোটেল পরিচালনার ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে। হায়াতের সঙ্গে নতুন চুক্তির আলোকে উদ্ভাবনী পন্থায় বাজারে হোটেল ব্যবসা পরিচালিত করবেন ও চীনের হোটেল ব্যবসায় সুষম উন্নয়ন করবেন বলেও উল্লেখ করেন তিনি।

শিকাগোভিত্তিক হায়াত হোটেল করপোরেশন ১৪টি ব্র্যান্ডের মাধ্যমে সেবা দেওয়া এ খাতের বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি। ২০১৭ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত বিশ্বের প্রায় ৫০টি দেশে কোম্পানিটির পোর্টফোলিওতে প্রায় সাতশটি প্রোপার্টি যুক্ত হয়েছে। অপরদিকে মিনউন হসপিটালিটি এশিয়ার শীর্ষস্থানীয় হোটেল ব্যবসা কোম্পানি।