Print Date & Time : 6 July 2025 Sunday 11:41 pm

চীন এগিয়ে নিতে চায় বাংলাদেশের আর্থিক খাতকে: রাষ্ট্রদূত

শেয়ার বিজ ডেস্ক: বাংলাদেশ চীনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান অর্থমন্ত্রী আমাদের পুরোনো বন্ধু। তিনি আগে যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনও তিনি আমাদের সম্পর্ক এগিয়ে নিয়েছেন। রবিবার (২১ জানুয়ারি) অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
চীনের অর্থছাড়ে এত ধীরগতির কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দ্বিপাক্ষিক আলোচনা করে উভয়ের লাভের জন্যই কাজ করি। বাংলাদেশের আর্থিক খাতের কাজ এগিয়ে নেওয়ার জন্য বর্তমান অর্থমন্ত্রীর সঙ্গে কাজ করব।

এ সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ বলেন, আমি চীনে অনেকবার গিয়েছি। দেখা যাক কি করা যায়।উল্লেখ্য, চলতি অর্থবছরের গত পাঁচ মাসে চীন এক ডলারের প্রতিশ্রুতিও দেয়নি। অথচ অন্য সংস্থা বা দেশগুলো রেকর্ড পরিমাণ প্রতিশ্রুতি দিয়েছে এ সময়েই।