Print Date & Time : 16 August 2025 Saturday 7:11 pm

চীন থেকে আরও ৫০ কোটি ডলার ঋণ নিচ্ছে পাকিস্তান

শেয়ার বিজ ডেস্ক : ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নার (আইসিবিসি) সঙ্গে ৫০ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। সাড়ে চার শতাংশ সুদে এই ঋণের জন্য গত ১৫ জানুয়ারি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়। খবর এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর জুনে সংসদে অনুমোদন হওয়া পাকিস্তানের চলতি অর্থবছরের বাজেটের ৮৬ শতাংশ ছিল বৈদেশিক ঋণ। গত সাত মাসে চীনের কাছ থেকে ১৬০ কোটি ডলার ঋণ নিয়ে একক দেশ হিসেবে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে পাকিস্তান। এছাড়া একই সময়ে প্রকল্প ব্যয় হিসেবে পাকিস্তানকে ৬১ কোটি ডলার দিয়েছে বেইজিং।

গত বছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসায় চীনের কাছ থেকে ঋণ সংগ্রহে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান।