শেয়ার বিজ ডেস্ক: চীন ও মালয়েশিয়ার মধ্যে ১৯ দশমিক ৮৪ বিলিয়ন রিংগিতের এক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে চীনের ন্যানিং শহরে এ চুক্তি হয়েছে। খবর: দ্য মালয়েশিয়ান ইনসাইট।
ন্যানিংয়ে এক দিনের বাণিজ্যিক সফরে রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তার উপস্থিতিতে তিনটি সমঝোতা চুক্তি হয়েছে।
আনোয়ার ইব্রাহিমের সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী টেংকু জাফরুল আবদুল আজিজ, স্থানীয় সরকারমন্ত্রী গা কোর মিং, উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহামেদ আলামিন এবং উপ কৃষি ও খাদ্য নিরাপত্তামন্ত্রী চ্যান ফুং হিন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, প্রথম মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিংটি (এমওইউ) বিনিয়োগ-সংক্রান্ত এই চুক্তি মালয়েশিয়ার চিটাগ্লোবাল বিএইচডি ও সাংহাইয়ের সাস এনভায়রনমেন্টের মধ্যে হয়েছে। এর আর্থিক মূল্য ১৫ বিলিয়ন রিংগিত। চুক্তির আওতায় উভয় কোম্পানি জ্বালানি কারখানা নির্মাণ করবে, যার শুরুটা হবে মালয়েশিয়ায়।
দ্বিতীয় এমওইউ’র আর্থিক মূল্য ২ দশমিক ৩৪ বিলিয়ন রিংগিত। মালয়েশিয়ার পিএম অ্যাকসেস ওয়ার্ল্ড ও চীনের বেইবু গালফ পোর্ট গ্রুপের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তির আওতায় দুই দেশের সহায়তায় এই অঞ্চলে ‘নিউ ইন্টারন্যাশনাল ল্যান্ড-সি ট্রেড করিডোর’ নির্মাণ করা হবে। এর মধ্য দিয়ে চীনের গুয়াংজি ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণ করা হবে।
শেষ এমওইউ’র আর্থিক মূল্য ২ দশমিক ৫ বিলিয়ন রিংগিত। এই চুক্তিটি হয়েছে মালয়েশিয়ার সিমে ডারবি অয়েলস ইন্টারন্যাশনাল লিমিটেড ও গুয়াংজি বেইবু গালফ ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপের মধ্যে। পাম অয়েল পরিশোধন ও সরবরাহ নিয়ে চুক্তি করেছে এই দুই প্রতিষ্ঠান।
আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। তিনি চীনের প্রিমিয়ার লি কিয়াংয়ের আমন্ত্রণে চায়না-আসিয়ান এক্সপো উপলক্ষে ন্যানিং সফর করছেন। মূলত দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ তার এই সফরের মূল উদ্দেশ্য।