শেয়ার বিজ ডেস্ক: রাশিয়ার সাইবার আগ্রাসন এবং চীনের গণতন্ত্রবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জার্মানি ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকের পর বাইডেন এ মন্তব্য করেন। খবর: বিবিসি, রয়টার্স।
বৈঠক সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছেন দুই নেতা। যুক্তরাষ্ট্র চাইছে জার্মানিতে বিনিয়োগ বাড়তে। বিশেষত জার্মানির জ্বালানি খাতে। যদিও জার্মানি ইতোমধ্যে মস্কো থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহের জন্য রাশিয়ার সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তি করতে যাচ্ছে।
এ বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, রাশিয়া-জার্মানি গ্যাস পাইপলাইনের বিষয়ে মেরকেলের কাছে উদ্বেগ জানিয়েছেন তিনি। তবে তারা এটাও একমত হয়েছেন যে, জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ মস্কোকে তারা দেবেন না।
বিশ্লেষকরা মনে করেন, জার্মানি যাতে মস্কোর সঙ্গে জ্বালানি চুক্তি না করে সে বিষয়ে পরামর্শ দিতে বাইডেনের এ আমন্ত্রণ। অন্যদিকে চীনের সঙ্গে বড় বাণিজ্য রয়েছে জার্মানির। চীন থেকে প্রচুর কাঁচামাল আমদানি করে জার্মানি। যুক্তরাষ্ট্র এ বিষয়েও নাক গলাতে চাইছে।
বৈঠকের পর চীনের ‘গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের’ বিষয়েও জার্মানি ও যুক্তরাষ্ট্র বিরোধিতা করেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নিয়ে জো বাইডেন ও অ্যাঙ্গেলা মেরকেলের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।
এ ইস্যুতে জো বাইডেন বলেন, ভালো বন্ধুদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের উপস্থিতিতেই বিতর্কিত রাশিয়ার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নিয়ে তাদের দুই পক্ষের মতবিরোধের বিষয়ে এক প্রশ্নের জবাবে বাইডেন এমন মন্তব্য করেন।
বাইডেন বলেন, ইউক্রেনের জ্বালানি নিরাপত্তা দুর্বল করা হলে কী কার্যকর ব্যবস্থা নেয়া যেতে পারেÑতা যুক্তরাষ্ট্র ও জার্মানি পর্যবেক্ষণ করবে।
যুক্তরাষ্ট্র ও জার্মানির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে হোয়াইট হাউসে বৈঠকের পর মেরকেল বলেন, ‘এই প্রকল্পটির কারণে কী কী ঘটতে পারে তা নিয়ে আমরা বিভিন্ন ধরনের মূল্যায়ন করেছি। তবে আমি স্পষ্ট করে বলতে চাই আগের মতো প্রাকৃতিক গ্যাসের জন্য ইউক্রেনকে একটি ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার করতে হবে।’
বৈঠকের যৌথ সংবাদ সম্মেলনে মেরকেল বলেন, ‘আমরা দুজন ভালো বন্ধু। ভালো বন্ধুরা যে কোনো বিষয়ে (পাইপলাইন ইস্যু) দ্বিমত পোষণ করতে পারে।’ মতপার্থ্যকর কথা উল্লেখ করে জার্মান চ্যান্সেলর বলেন, আমরা সবাই একই মূল্যবোধের। চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
উল্লেখ্য, ১১ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের ‘নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপলাইন’ সমাপ্তির কাছাকাছি রয়েছে। এ পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে দ্বিগুণ পরিমাণ গ্যাস আমদানি করতে পারবে জার্মানি। তবে এর কারণে ট্রানজিট ফি থেকে বঞ্চিত হবে ইউক্রেন।
ট্রাম্পকে ক্ষমতায় বসাতে পুতিনের ষড়যন্ত্র: যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ‘মানসিকভাবে অস্থির’ ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতার জন্য একটি গোপন গোয়েন্দা সংস্থাকে কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের রুদ্ধদ্বার বৈঠকের এই নির্দেশ দেন তিনি। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের ফাঁস হওয়া নথি পর্যালোচনা পর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। যদিও এসব ইস্যুতে রাশিয়া সব সময় নিজেদের নির্দোষ দাবি করে আসছে।