Print Date & Time : 16 September 2025 Tuesday 1:43 am

চীন-সৌদির ৩ হাজার কোটি ডলারের চুক্তি

শেয়ার বিজ ডেস্ক: চীন ও সৌদি আরবের মধ্যে ৩ হাজার কোটি ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সৌদি আরবে সফরের দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে এ চুক্তি হয়। এতে ৩৪টি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে। খবর: রয়টার্স।

দুই দেশের এ অর্থনৈতিক সমঝোতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

তিন দিনের এক সরকারি সফরে গত বুধবার সৌদি আরবে গিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২০ সালে কভিড-১৯ মহামারি শুরুর পর এটি জিনপিংয়ের তৃতীয় বিদেশ সফর। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের বৃহত্তম ও নেতৃস্থানীয় দেশটিতে এটি দ্বিতীয় সফর জিনপিংয়ের। সর্বশেষ ২০১৬ সালে সৌদি আরবে গিয়েছিলেন তিনি।

সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দেশটির পরিবেশবান্ধব জ্বালানি, গ্রিন হাইড্রোজেন, সৌর বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, জৈব প্রযুক্তি, যোগাযোগ, পরিবহন, আবাসন, চিকিৎসা, পর্যটনসহ আরও বেশ কয়েকটি খাতে এ অর্থ বিনিয়োগ করবে চীন।

চলতি সফরে সৌদির বাদশাহ সালমান এবং দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ-বৈঠক করবেন জিনপিং। তারপর উপসাগরীয় অঞ্চলসহ অন্যান্য অঞ্চলভুক্ত বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

সৌদি সরকারের বিনিয়োগমন্ত্রী খালিদ বিন আবদুলাজিজ আল ফালিহ বলেন, সরকার অর্থনীতির পুনর্গঠন ও সংস্কার করতে ভিশন ২০৩০ প্রকল্প নিয়েছে। এ প্রকল্পের মূল লক্ষ্য জ্বালানি তেলের পাশাপাশি দেশের অন্যান্য অর্থনৈতিক খাতকে আরও উৎপাদনশীল ও শক্তিশালী করা। নবায়নযোগ্য জ্বালানি, পরিবহন, যোগাযোগ, আবাসন, পর্যটন, তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য খাতেও বিনিয়োগ প্রয়োজন। এসব খাতে আমরা অভ্যন্তরীণ বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগও চাইছি।