চুক্তিবদ্ধ চাষী ফোরামের স্মারকলিপি প্রদান

বিএডিসি কর্তৃক আউশ ধান বীজের সংগ্ৰহ মূল্য ন্যুনতম ৬৫ টাকা নির্ধারণ করন ও চাষীদের পাওনা ৪ কোটি টাকা পাওয়ার দাবী

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: বিএডিসি কর্তৃক আউশ ধান বীজের সংগ্ৰহ মূল্য ন্যুনতম ৬৫ টাকা নির্ধারণ করন এবং চাষীদের পাওনা ৪ কোটি টাকা পাওয়ার দাবীতে বিএডিসির চুক্তিবদ্ধ চাষী ফোরামের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ সোমবার বেলা ১২ টার সময় বিএডিসির চুক্তিবদ্ধ চাষী ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে চুয়াডাঙ্গার চাষীগন বিএডিসির চেয়ারম্যান বরাবর এ সংক্রান্ত স্মারকলিপি চুয়াডাঙ্গা বিএডিসির উপ-পরিচালকের কাছে পেশ করেন।
এসময় স্মারকলিপি গ্ৰহন করে বিএডিসির (উৎপাদন) চুয়াডাঙ্গার উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত চাষী ফোরামের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন,বিধি মোতাবেক আপনাদের দাবী সম্বলিত স্মারকলিপি আমি আমাদের যথাযথ কর্তৃপক্ষের নিকটে পৌঁছে দেবো।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রশীদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে শতাধিক আউশ ধান বীজ উৎপাদন কারী চাষী উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন চাষী ফোরামের স্থানীয় নেতা এনামুল হক লোটাস, জাহাঙ্গীর মালেক প্রমুখ। আন্দোলনরত নেতৃবৃন্দ জানান তাদের উৎপাদিত আউশ ধানের বীজ তারা দীর্ঘদিন ধরে বিএডিসিতে সরবরাহ করে আসছেন। তাদের সরবরাহ করা আউশ ধান বীজের মূল্য হিসাবে এখন পর্যন্ত বিএডিসির কাছে পাওনা আছে ৪ কোটি টাকা। সেই টাকা পরিশোধে বিএডিসি গড়িমসি করছে বলেও তারা অভিযোগ করেন।অবিলম্বে তাদের পাওনা পরিশোধ করতে হবে। সেইসাথে এখন থেকে তাদের সরবরাহ করা ধান বীজের মূল্য কেজি প্রতি ৬৫ টাকা দরে পরিশোধ করতে হবে। অন্যথায় তারা এরপর থেকে বিএডিসিকে আর কোন ধরনের ধান বীজ সরবরাহ করবে না বলে হুঁশিয়ারি দেন তারা।