চুক্তি ছাড়াই ব্রেক্সিট বিনিয়োগে প্রভাব ফেলবে: টয়োটা

শেয়ার বিজ ডেস্ক: কোনো ধরনের চুক্তি ছাড়াই ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন হলে তা যুক্তরাজ্যে বিনিয়োগের সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। প্রতিষ্ঠানটির ইউরোপ অঞ্চলের প্রধান জোহান ভ্যান জিল এ তথ্য জানিয়েছে। ব্রেক্সিট বাস্তবায়ন হতে যখন আর মাত্র কয়েক মাস বাকি তখন টয়োটার পক্ষ থেকে এ ধরনের হুশিয়ারি দেওয়া হলো। খবর বিবিসি।
আগামী বছরের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাবে যুক্তরাজ্য। তবে এরপরে দু’পক্ষের সম্পর্ক কি হবে সে বিষয়ে উভয়পক্ষই আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এখনও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এ প্রক্রিয়া ব্যর্থ হলে যুক্তরাজ্যে কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়ে দিল টয়োটা। যুক্তরাজ্যে তৈরি গাড়ি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বিক্রির ক্ষেত্রে বাড়তি সুবিধা পায় টয়োটা।
এটি নিয়ে এর আগে আরও একাধিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সতর্ক করে দিয়েছে। চুক্তি ছাড়া ব্রেক্সিট যুক্তরাজ্যের গাড়ির বাজার ক্ষতির মুখে ফেলবে বলে তাদের অভিমত। ভ্যান জিল বলেন, যুক্তরাজ্যে ব্যবসা করতে গিয়ে যদি এমন কোনো প্রভাবক পাওয়া যায় তাহলে তা অবশ্যই সেখানে বিনিয়োগের ক্ষেত্রে প্রভাব ফেলবে। চুক্তি ছাড়া ব্রেক্সিট হলে তা ইউরোপে শুল্কমুক্ত গাড়ি বিক্রিতে বাধা সৃষ্টি করবে।
টয়োটা জানিয়েছে, চুক্তি ছাড়া ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন হলে যুক্তরাজ্যের বার্নেস্টন কারখানা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। গত বছর এ কারখানায় প্রায় দেড় লাখ গাড়ি তৈরি করা হয়, যা ইউরোপীয় ইউনিয়নে রফতানি করা গাড়ির প্রায় ৯০ শতাংশ। সেখানে অরি এবং অ্যাভেনসিস মডেলের মতো গাড়ি তৈরি করা হয়। এছাড়া চলতি বছরের শেষ নাগাদ নতুন করোল্লা গাড়ি তৈরির জন্য আরও ২৪ কোটি পাউন্ড বিনিয়োগ করছে টয়োটা।