Print Date & Time : 11 September 2025 Thursday 11:50 am

চুনারুঘাটে অবৈধ বালি উত্তোলনের দায়ে চার লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালি তোলার অপরাধে এক যুবককে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক। চুনারুঘাট থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।

জানা গেছে, সোমবার বিকালে খবর পাওয়া যায় উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউপির ধুলিয়াবরা এলাকায় খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক অভিযান পরিচালনা করেন। এ সময় শফিক মিয়া নামে এক যুবককে বালি উত্তোলন করার সময় হাতেনাতে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত শফিক মিয়াকে চার লাখ টাকা জরিমানা করেন। এ সময় প্রায় চার হাজার ঘনফুট বালি জব্দ এবং বালি উত্তোলনে ব্যবহƒত সরঞ্জাম বিনষ্ট করা হয়।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে একটি চক্র চুনারুঘাট উপজেলার বিভিন্ন প্রাকৃতিক উৎস এবং ইজারাবিহীন ছড়া ও নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছে। প্রশাসনের অভিযানের পরও এ চক্রকে কোনোভাবেই থামানো যাচ্ছে না।