Print Date & Time : 17 July 2025 Thursday 10:08 pm

চুয়াডাঙ্গায় অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান

চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এমন অবস্থায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে বিতরণ করেছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য এম এ রাজ্জাক খান রাজ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এবংআরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ সহ চুয়াডাঙ্গা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

এ সময় মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ বলেন, “প্রচন্ড শীতে চুয়াডাঙ্গার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও হতদরিদ্ররা কষ্ট পাচ্ছে। শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। অসহায় মানুষদের শীত নিবারণের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” বিজ্ঞপ্তি