চুয়াডাঙ্গায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১২

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার এক পুলিশ সদস্যসহ আরও সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১২ জনে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত শনিবার রাতে  কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাব থেকে পরীক্ষার ফল আসে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস পজিটিভের সংখ্যা দাঁড়াল ২১২ জনে। এদিন ৪২ জনের ফলাফল এসেছে। এর মধ্যে সাতটি পজিটিভ। নতুন করোনা শনাক্তদের মধ্যে দামুড়হুদা দুলালনগর পুলিশ ক্যাম্প সদস্য ও দর্শনা বাসস্ট্যান্ডপাড়ার একজন, চুয়াডাঙ্গা পৌর এলাকা গুলশান পাড়া, ওয়াপদা পাড়া, সুমিরদিয়া, এতিমখানা পাড়ার একজন করে এবং আলমডাঙ্গার পৌর এলাকার এরশাদপুরের একজন রয়েছেন। আক্রান্ত সবাই পুরুষ। তাদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে।