চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদ-সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রতিনিধি, চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গার আটটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবদের জন্য ইউনিয়ন পরিষদ-সম্পর্কিত তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় প্রথম ব্যাচের এ কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিউটের আয়োজনে ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে এ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, রিসোর্স পার্সন সহকারী গ্রন্থাগারিক আবু এখতিয়ার হাশেমী, উপজেলা শিক্ষা অফিসার উত্তম কুমার কুণ্ডু ও সমবায় কর্মকর্তা আব্দুল আওয়াল।