প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় সাত দফা দাবি নিয়ে ইটপ্রস্তুতকারক মালিক ও শ্রমিকরা বিক্ষোভ ও স্মারকলিপি পেশ করেছেন। আজ মঙ্গলবার (৪ঠা মার্চ) সকাল ১১ টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিছিলটি সদর উপজেলা প্রশাসন চত্বরে যেয়ে শেষ হয় । পরে ইটপ্রস্তুতকারক মালিক ও শ্রমিকরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর সাত দফা দাবি পেশ করেন ।
সাত দফা দাবি উঠিয়ে চুয়াডাঙ্গা ইটমালিক সমিতির নেতারা বলেন, দাবি ১. ২০১৩ সনের ইটভাটা নিয়ন্ত্রন আইনের জিগজাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও উক্ত আইনের ৮(৩) (ঙ) এবং ৮ (৩) (খ) উপ-ধারায় "দূরত্ব নির্দিষ্ট" করনের কারণে দেশের কিছু জিগজাগ ইটভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছে না। ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড কিলন এবং ট্যানেল বিলন এর ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দুরত্ব ১০০০ মিটারের পরিবর্তে ৪০০ মিটার নির্ধারণ করেছে। তাই আমাদের জিগজ্যাগ ভাটার জন্য উক্ত আইনের ৮ (৩) (৬) ধারায় নিষিদ্ধ এলাকার দুরত্ব ৪০০ মিটার এবং আইনের ৮ (৩) (খ) এ বনের দুরত্ব ৭০০ মিটার করে লাইসেন ও ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয়ের পরিপত্র জারীর মাধ্যমে পরিচালনাকরার সুযোগ প্রদানের আবেদন জানাচ্ছি। ২. জিগজাগ ইটভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট করা যাবে না।
যদি এটি হয় তাহলে আমরা ভ্যাট টেক্স দেয়া বন্ধ করে দিতে বাধ্য হবো। ৩. কোন ইটভাটা বন্ধ করতে হলে সরকারী ভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে। ৪. মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেয়ার বিধান বাতিল করতে হবে। ৫. পরিবেশগত ছাড়পত্র, ডি.সি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্রাদি ইস্যু/নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়ন পত্র বাধ্যতামূলক ভাবে জমা দেয়ার বিধান করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার অনুরোধ করছি। ৬. ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষণা দেয়ার দাবী করছি। ৭.ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হবে।
এসময় উপস্থিথ ছিলেন চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব, নির্বাহী সদস্য আব্দুল অয়াহেদ, ইটভাটা মালিক জিল্লু রহমান, আবু জাফর, মুক্তার হোসেন, জাবারুল বাসার সেলিম প্রমুখ। এছাড়াও চুয়াডাঙ্গা সদর উপজেলা এলাকার সবকটি ইটভাটার শ্রমিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাকী তিন উপজেলায়ও এ কর্মসূচি পালিত হয় ।

Print Date & Time : 7 July 2025 Monday 11:34 pm
চুয়াডাঙ্গায় ইটভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ
সারা বাংলা ♦ প্রকাশ: