Print Date & Time : 29 July 2025 Tuesday 10:36 am

চুয়াডাঙ্গায় কভিড ও উপসর্গে চারজনের মৃত্যু

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে ৩৩৩ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের দেহে কভিড-১৯ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কভিড আক্রান্তে দুই ও উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। এদিন আরও ২৬৯ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

ডা. এএসএম ফাতেহ আকরাম রোববার রাতে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৪, আলমডাঙ্গা উপজেলায় ১২, দামুড়হুদা উপজেলায় ২০ ও জীবননগর উপজেলায় ১১ জন রয়েছেন। আক্রান্তের হার ১৭ দশমিক ১১ শতাংশ।

তাদের নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ১০৩ জন। এদিন ৮৯ জন সুস্থসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার হাজার ১০৬ জন। মোট মৃত্যু ১৮২ জন।

চুয়াডাঙ্গায় বর্তমানে আক্রান্ত রোগী রয়েছেন এক হাজার ৮১৫ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন এক হাজার ৭৩০ জন ও হাসপাতালে ভর্তি ৮৫ জন।