চুয়াডাঙ্গায় কভিড ও উপসর্গে মৃত্যু

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় কভিডে একজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ১৯৪ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের কভিড শনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন এএসএম মারুফ হাসান বৃহস্পতিবার জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ৩২ জন কভিডে আক্রান্ত হয়েছেন। এ দিন ১২০ জন সুস্থসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ২৯ জন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ১৭, আলমডাঙ্গায় আট, দামুড়হুদায় চার ও জীবননগর উপজেলায় তিনজন। আক্রান্তের হার ১৬ দশমিক ৪৯ শতাংশ। মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ৪৬১ জন। বর্তমানে চুয়াডাঙ্গায় ১৮০ জন ও চিকিৎসাধীন অবস্থায় জেলার বাইরে রয়েছেন ২০ জন।

চুয়াডাঙ্গায় বর্তমানে আক্রান্ত রোগী রয়েছেন এক হাজার ২৩২ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন এক হাজার ১৬৪ জন ও হাসপাতালে ৬৮ জন।

এদিন আরও ১৩৬ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।