Print Date & Time : 13 August 2025 Wednesday 3:36 pm

চুয়াডাঙ্গায় গণহত্যার বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচী

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং ওই সরকারের দোসরদের বিচারের দাবীতে চুয়াডাঙ্গায় অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচী পালিত হয় ।

এ কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান প্রমুখ। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন।