চুয়াডাঙ্গায় চারটি ইটভাটাকে সাড়ে আট লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: মাটি ও কাঠ পোড়ানোর অপরাধে চুয়াডাঙ্গায় চারটি ইটভাটা মালিককে সাড়ে আট লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলার পৃথক চারটি স্থানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ লঙ্ঘনের অপরাধে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কাঠ পোড়ানোর অপরাধে পৌর এলাকার সুমিরদিয়া গ্রামের আবুল হোসেনের এমএএস ব্রিকসকে তিন লাখ টাকা, বুজরুকগড়গড়ি এলাকার হাসান ইমাম বকুলের এপেক্স ব্রিকসকে দুই লাখ টাকা, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুল মালেকের রাইসা ব্রিকসকে মাটি পোড়ানোর অভিযোগে এক লাখ টাকা ও আব্দুল মান্নানের এএমঅ্যান্ডবি ব্রিকসকে কাঠ পোড়ানোর অপরাধে আড়াই লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন ও চুয়াডাঙ্গা পুলিশলাইনসের একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।