প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রশাসক নিয়োগ, স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত পূর্বক পুন:তফসিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠি হয়। রোববার দুপুরে চুয়াডাঙ্গা চেম্বারের সদস্য ও ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করে।
চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণার পর সকল কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই সদস্য-ব্যবসায়ীরা ভুয়া সদস্য বাতিল ও প্রশাসক নিয়োগ দিয়ে সুষ্ঠ নির্বাচনের দাবি জানিয়ে আসছিলএরই ধারাবাহিকতায় রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার কাছে স্মারকলিপি প্রদান করেন।
এরপর দুপুর ১২টায় চুয়াডাঙ্গা রেডচিলি হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যপাঠ করেন চুয়াডাঙ্গা চেম্বারের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা। সকল অনুষ্ঠানে চেম্বারের সদস্য, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল হাসান জোয়ার্দ্দার,সাবেক সভাপতি হাবিবুর রহমান,মফিজুর রহমান মনা,মো: হাবিল হোসেন জোয়ার্দ্দার ,হাকিম মুন্সি,আবুল কালামও রোকনুল হাসান প্রমুখ।