Print Date & Time : 28 August 2025 Thursday 11:05 am

চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রতিনিধি, চুয়াডাঙ্গা:‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা বিআরটিএর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল সকাল ৯টায় বেলুন উড়িয়ে এ দিবস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এরপর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) সাজিয়া আফরীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার ডিসি মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মঞ্জুরুল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভুইয়া।

এছাড়া সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আল-আমিন, জ্যেষ্ঠ সাংবাদিক মানিক আকবর ও নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, নিরাপদ সড়ক চাই সব সদস্য ও বিভিন্ন সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি।