Print Date & Time : 28 July 2025 Monday 9:57 pm

চুয়াডাঙ্গায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে কর্মসূচি ঘোষণা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় দুটি ট্রেনের যাত্রাবিরতি, দুটি ট্রেন পুনঃচালুকরণ ও বাংলাদেশ-ভারতে চলাচলকালী মৈত্রী ট্রেনে আসন বরাদ্দসহ ছয় দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবু।

সংগঠনের বাকি দাবিগুলো হচ্ছে, চুয়াডাঙ্গা-কালীগঞ্জ সড়কে দর্শনা রেলগেটে ওভারপাস অথবা আন্ডারপাস নির্মাণ, রেলওয়ে কনটেইনার টার্মিনাল তৈরি ও দর্শনা-খুলনা রেলপথ ডাবল লাইন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুটি এসি বগি এবং ট্রেনের টিকিটের কালোবাজারি বন্ধ করা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য একেএম রবিউল আলম, জাহাঙ্গীর আলম, তারিকুর রহমান, জামাল উদ্দিন, সেলিম রেজা ও আল মামুন উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে ন্যায্য দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।