চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: অস্বাস্থ্যকর পরিবেশে তেল ও মুড়ি তৈরি, মুড়ির প্যাকেটে অসত্য বিজ্ঞাপন দেয়া ইত্যাদি অপরাধে মেসার্স ইনসাফ অয়েল অ্যান্ড মুড়ি ফ্যাক্টরি এবং মেসার্স আনারস মুড়ি ফ্যাক্টরিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি বলেন, জেলার শহরতলি হাতিকাটার মেসার্স ইনসাফ অয়েল অ্যান্ড মুড়ি ফ্যাক্টরিকে আগে সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকর পরিবেশে তেল ও মুড়ি তৈরি, মুড়ির প্যাকেটে অসত্য বিজ্ঞাপন দেয়া ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ও ৪৪ ধারায় ৪০ হাজার জরিমানা করা হয়। অপরদিকে আলুকদিয়ার মেসার্স আনারস মুড়ি কারখানা তদারকি করা হয়। একই অপরাধ ও ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।